সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৯, ২০২১
০৮:২৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের না হওয়া নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন সরকার। দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায়-তা রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ১৮ দফার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রজ্ঞাপনে সই করেছেন।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা মানতে হবে। আগামী অন্তত দুই সপ্তাহ এই নির্দেশনা মানতে হবে।
এএফ/০৪