সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন
হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলাম। এতে অচল হয়ে পড়ে ব্যস্ততম এই মহাসড়কটি।
আজ রবিবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত মহাসড়কে কমপক্ষে ৩০টি স্পটে আগুন ধরিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন হেফাজত নেতাকর্মীরা।
এতে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী।
সকাল ৯টার দিকে জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা হারতাল পালনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি।
সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টার দিকে প্রশাসনের উদ্দেশে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে।’
বেলা সাড়ে ১১টা পর্যন্ত হেফাজত নেতাকর্মী মহাসড়কে অবস্থান করছিলেন। প্রশাসনের লোকজন শান্তিপূর্ণভাবে বুঝিয়ে হরতালকারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন।
এদিকে হরতালে মহাসড়কে যানবাহন না চলায় ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী। অনেকই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল পর্যন্ত চলতে দেয়নি হরতাল সমর্থকরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টা করা হচ্ছে। মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য হেফাজতের নেতাকর্মীদের বোঝানো হচ্ছে।’
সূত্র : দেশ রূপান্তর
এএফ/০২