সিলেটে চলছে হেফাজতের হরতাল, বিভিন্ন পয়েন্টে পিকেটিং

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২১
০৬:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৬:৩১ অপরাহ্ন



সিলেটে চলছে হেফাজতের হরতাল, বিভিন্ন পয়েন্টে পিকেটিং

ছবি- ইফতি সিদ্দিকী

বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী ও  ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদির সফরবিরোধী মিছিল-সমাবেশে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পালিত হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা  সকাল-সন্ধ্যা হরতাল। ভোর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে হেফাজতের কর্মীদের অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে আগুন ধরিয়ে পিকেটিং করছেন তারা। হরতালের কারণ সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনো ধরনের যানবাহন।

আজ রবিবার (২৮ মার্চ) ভোর থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হরতাল পালনে সকাল থেকেই বিচ্ছিন্নভাবে হেফাজেত সমর্থকরা পিকেটিং করলেও তা খুব প্রভাব ফেলেনি। ঢিলেঢালাভাবে গাড়ি চললেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।

ভোর থেকেই পিকেটিংয়ে নামেন হেফাজতের নেতাকর্মীরা।          ছবি- সিলেট মিরর

 

আজ ভোর থেকে সিলেটের রাস্তায় নেমে পড়েন হেফাজতের নেতা-কর্মীরা। সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে থাকতে দেখা যায়। এদিকে সিলেটের বেশকিছু পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করছেন সংগঠনটির শীর্ষ আলেমরা। শীর্ষ আলেমদের সাথে হরতালের সমর্থনে সড়কে অবস্থান করছেন স্থানীয় বিভিন্ন মাদরাসার ছাত্র ও শিক্ষকরা।

এদিকে হরতালের কারণে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনো ধরনের যানবাহন। এছাড়া বাস টার্মিনালে গাড়ির কাউন্টারে কোনো যাত্রীদের ভিড়ও দেখা যায়নি।

সকাল ১০টা পর্যন্ত সিলেট নগরের প্রাণ কেন্দ্র কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, দক্ষিণ সুরমার কদমতলী, মদিনা মার্কেট মেজরটিলা, টিলাগড় পয়েন্টে কটুর অবস্থানের রয়েছে হেফাজতের নেতাকর্মীরা। এছাড়া দেখা যায়, দলবদ্ধভাবে ১০-১৫ জন করে সরকার বিরোধী নানা মিছিল দিয়ে মোটর সাইকেল মোহড়া দিচ্ছে হেফাজতের কর্মী সদস্যরা।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া নগরীতে নির্বাহী মাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন। এদিকে মহানগর পুলিশের পাশাপাশি, আমর্ড পুলিশ, র‍্যাবও নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রসঙ্গত, বাংলাদেশে মোদীসফরের বিরোধীতা করে শনিবার হেফাজতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালায় ধর্মভিত্তিক এই সংগঠনটি। বিক্ষোভ ঠেকাতে চট্টগ্রামে পুলিশের গুলিতে ৪ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। এ ঘটনায় আজ রোববার সারাদেশে হরতাল কর্মসূচীর ডাক দিয়ে তা পালন করছে হেফাজত।

 

এএফ/০১