সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৮, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের কর্মসূচি প্রতিহত করতে আগামীকাল রবিবার (২৮ মার্চ) মাঠে থাকার ঘোষণা দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। আজ এক বার্তায় জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন এক বার্তায় বিষয়টি জানান।
বার্তায় জানানো হয়, ‘আগামীকাল (রবিবার) উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচির ব্যাপারে সারাদেশে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক নির্দেশনা প্রদান করছে।’
বার্তায় আরও বলা হয়, ‘সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আগামীকাল ২৮ মার্চ (রবিবার) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান আহ্বান জানিয়েছেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে যে কোন ধরণের উগ্রতা ও নাশকতা প্রতিহত করতে আমরা মাঠে থাকব।’
এএফ/১০