হেফাজতের কর্মসূচি প্রতিহত করতে সিলেটে মাঠে থাকবে আওয়ামী লীগ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২১
০৩:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন



হেফাজতের কর্মসূচি প্রতিহত করতে সিলেটে মাঠে থাকবে আওয়ামী লীগ

হেফাজতে ইসলামের কর্মসূচি প্রতিহত করতে আগামীকাল রবিবার (২৮ মার্চ) মাঠে থাকার ঘোষণা দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। আজ এক বার্তায় জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন এক বার্তায় বিষয়টি জানান।

বার্তায় জানানো হয়, ‘আগামীকাল (রবিবার) উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচির ব্যাপারে সারাদেশে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক নির্দেশনা প্রদান করছে।’

বার্তায় আরও বলা হয়, ‘সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আগামীকাল ২৮ মার্চ (রবিবার) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান আহ্বান জানিয়েছেন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে যে কোন ধরণের উগ্রতা ও নাশকতা প্রতিহত করতে আমরা মাঠে থাকব।’

 

এএফ/১০