সারাদেশে বিজিবি মোতায়েন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২১
০৯:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০৮:৩২ অপরাহ্ন



সারাদেশে বিজিবি মোতায়েন

- ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি। 

এএফ/০২