করোনায় একদিনে ৩৩ মৃত্যু, শনাক্ত ৩৭৩৭

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৬, ২০২১
১১:০১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
১১:০২ অপরাহ্ন



করোনায় একদিনে ৩৩ মৃত্যু, শনাক্ত ৩৭৩৭

দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৩৭ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন হয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

এ দিকে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১২ কোটি ৬১ লাখ ৬ হাজার ৪২০ জন মানুষ এবং মারা গেছে ২৭ লাখ ৬৯ হাজার ১৮৬ জন।

বি এন-১৩