সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
ঈদের পর আগামী ২৩ মে আগামী ২৩ মে থেকে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রনালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান কোভিড ১৯ অতিমারিতে সংক্রমনের উর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্হ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৩ মে থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে আজ এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান করোনা মাহামারির সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। তিনি জানান, আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) করোনাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পরে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামীকালের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
ডা. দীপু মনি বলেন, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুনভাবে চিন্তা করা হবে।
বিএ-০৪