স্ত্রীসহ করোনা আক্রান্ত খন্দকার মুক্তাদির

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৩, ২০২১
০৪:১৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
০৪:২৬ পূর্বাহ্ন



স্ত্রীসহ করোনা আক্রান্ত খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

আজ সোমবার (২২ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফলে খন্দকার মুক্তাদিরের করোনা পজেটিভ আসে। এর দুইদিন আগে করোনা পরীক্ষায় তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূহ ইবনে ইলিয়াস। তিনি বলেন, ‘নমুনা পরীক্ষার ফলাফলে আজ উনার (খন্দকার মুক্তাদিরের) করোনা শনাক্ত হয়েছে। এর দুইদিন আগে তার স্ত্রীর করোনা ধরা পড়ে।’ 

তারা দুজনই এর আগে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন জানিয়ে ছাত্রদল নেতা নূহ ইবনে ইলিয়াস জানান, ‘বর্তমানে তারা ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।’ কাশি ছাড়া খন্দকার মুক্তাদিরের আর কোনো লক্ষণ নেই বলে তিনি জানান।

 

এএফ/০৫