রাজধানীর পাটকল করপোরেশনের ভবনে আগুন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৯:০৮ অপরাহ্ন



রাজধানীর পাটকল করপোরেশনের ভবনে আগুন

রাজধানীর পাটকল করপোরেশনের ভবনে আগুন ঢাকার মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন ৭ তলা ভবনে আগুন লেগেছে।

আজ সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে মতিঝিলের বক চত্বরে অবস্থিত আদমজী কোর্ট বিল্ডিং নামে পরিচিত ভবনটির ৭ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরসি-১১