শঙ্কার মধ্যে যুক্তরাজ্য থেকে এলেন আরও ১৪০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২২, ২০২১
০৭:৫৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
১১:৩৪ অপরাহ্ন



শঙ্কার মধ্যে যুক্তরাজ্য থেকে এলেন আরও ১৪০ যাত্রী

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় যুক্তরাজ্যে করোনার নতুন ধরণ যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ার মধ্যেও সেখান থেকে সরাসরি সিলেটে এলেন আরও ১৪০ জন প্রবাসী। 

আজ সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশের তত্ত্বাবধায়নে ১৪০ জনের মধ্যে ১১৬ জনকে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং বাকি ২৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোদের মধ্যে হোটেল অনুরাগে ৩০ জনকে, হোটেল নূরজাহানে ৯ জনকে, হোটেল হলি গেইটে ২৫ জনকে, হোটেল হলি সাইডে ৬ জনকে, হোটেল স্টার প্যাসিফিকে ২ জনকে, হোটেল লা রোজে ৭ জনকে, হোটেল লা ভিস্তাতে ১০ জনকে, হোটেল রেইনবো গেস্ট হাউজে ২২ জনকে এবং হোটেল রয়েল প্লামে ৫ জনকে রাখা হয়েছে। 

বিষয়টি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন।

এনএইচ/আরসি-০৭