সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০৫:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সূদৃঢ় ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও সামাজিক ভাবে মর্যাদার আসনে আসীন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশের আর্ত সামাজিক উন্নয়ন ও শ্রমজীবীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রবিবার (২১ মার্চ) ৫ম দিনে সিলেট জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত।
সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এজাজুল হক এজাজ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য ও সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় আলোচনা বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো. সানোয়ার, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, এটি এম হাসান জেবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ দপ্তর মো. মজির উদ্দিন, উপ প্রচার মতিউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোয়েব আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান শাহিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, রাহাত তরফদার, জুমাদিন আহমদ, সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। অনুষ্টান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আরসি-০৩