ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৫:০২ পূর্বাহ্ন



ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। শনিবার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিলে রবিবার ফল পজিটিভ আসে।

রবিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ২২ জন। 

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮। আর মারা গেছেন ৮ হাজার ৬৯০ জন।

বিএ-১৩