আবার ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর মঞ্চায়নের পরিকল্পনা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২১, ২০২১
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০৯:৪৯ অপরাহ্ন



আবার ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর মঞ্চায়নের পরিকল্পনা

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর যে ‘কনসার্ট ফর বাংলাদেশের’ আয়োজন করেছিলেন, সেটি আবার পুনঃমঞ্চায়নের পরিকল্পনা করছে ভারত সরকার।

জি নিউজ জানিয়েছে, ইনডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) তত্ত্বাবধানে এ বছরই কোনো এক সময় এ কনসার্ট হতে পারে। তাতে নেতৃত্বে থাকতে পারেন মূল কনসার্টের উদ্যোক্তা রবি শংকর আর জর্জ হ্যারিসনের সন্তানেরা।

অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন রবিশঙ্কর। বাংলাদেশের জনগণের সাহায্যার্থে কিছু করার জন্য তিনি প্রথম যোগাযোগ করেন জনপ্রিয় বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে। 

হ্যারিসন এগিয়ে আসেন এবং উদ্যোগী হয়ে অন্য শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। ৪০ হাজার শ্রোতা-দর্শক এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন।

অনুষ্ঠান থেকে উদ্যোক্তারা ২ লাখ ৪৩ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলার সংগ্রহ করে ইউনিসেফের বাংলাদেশের শিশু সাহায্য তহবিলে জমা করেন। 

৪০টি মাইক্রোফোনে অনুষ্ঠানের গান ও কথা রেকর্ড করে তিনটি লং প্লেয়িং নিয়ে একটি বড় অ্যালবাম প্রকাশ করা হয়। সঙ্গে ছিল বহু রঙে মুদ্রিত সেই অনুষ্ঠানের একটি সুদৃশ্য সচিত্র পুস্তিকা।

জি নিউজ লিখেছে, সুবর্ণজয়ন্তীর এই সংগীত আয়োজনে ভারত যে পরিকল্পনা করছে, তাতে নেতৃত্বে থাকবেন রবিশঙ্করের মেয়ে আনুশকা শংকর এবং জর্জ হ্যারিসনের ছেলে ধানি হ্যারিসন।

অনুষ্ঠানের সূচি এখনো ঠিক হয়নি। ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এ বিষয়ে ঘোষণা থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে জি নিউজের প্রতিবেদনে।

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শুরু হয়েছিল পণ্ডিত রবিশঙ্করের একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে। এ কনসার্টের জন্য তিনি তৈরি করেছিলেন ‘বাংলাদেশ ধুন’ বলে নতুন একটি সুর। 

আর তার সঙ্গে সরোদে যুগলবন্দী ছিলেন ওস্তাদ আলী আকবর খান। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা। তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। সেদিন ম্যাডিসন স্কয়ারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা বব ডিলান। 

তিনি গেয়েছিলেন ছয়টি গান, ‘মি. ট্যাম্বুরিনম্যান’ থেকে শুরু করে তার লেখা ও সুরারোপিত ৫০ লাইনের বিখ্যাত গান ‘আ হার্ড রেইন ইজ গোননা ফল’। 

সেদিন বব ডিলানের সঙ্গে গিটার বাজিয়েছিলেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও ট্যাম্বুরিন রিঙ্গো স্টার। সে অনুষ্ঠানে বিটলসের অন্যতম সদস্য রিঙ্গো স্টার, লিওন রাসেল, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টন প্রমুখ গান গেয়েছেন, গিটার বাজিয়েছেন।

অনুষ্ঠানের জন্য হ্যারিসন লিখেছিলেন নতুন গান, ‘এল একদিন বন্ধু আমার/ চোখভরা তার ধু-ধু হাহাকার/ বলে গেল, চাই শুধু সহায়তা/ দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে/ বেশি কিছু আমি জানতে চাই না।’

এটি ছিল অনুষ্ঠানের শেষ গান।

বি এন-০৫