খেলা ডেস্ক
মার্চ ২১, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন
দেখা হলো, খেলা হলো, রোমন্থন করা হলো অতীতের স্মৃতি। নিজেদের এই আনন্দঘন মূহুর্তের সময় স্মরণ করা হয় সাবেক প্রয়াত সব ক্রিকেটার ও সংগঠকদের। সিলেটের ক্রিকেটে তাঁদের অবদানকেও সম্মানও জানানো হয়েছে। এসবের মধ্য দিয়েই কেটেছে গেল দুইদিন ব্যাপি মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার পর্দা নামলো সাবেক ক্রিকেটারদের এই বর্ণাঢ্য ক্রিকেট উৎসবের।
সিলেটের সাবেক ক্রিকেটারদের সংগঠন ‘এক্স- ক্রিকেটার সিলেট’ আয়োজিত মাস্টার্স কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে একসঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেটের সাবেক কিংবদন্তি অর্ধশতাধিক ক্রিকেটার। এই টুর্নামেন্টের দলগুলোও যাদের নামে করা হয়েছে তা৭রাও ছিলেন সিলেটের কিংবদন্তি ক্রিকেটার ও সংগঠক। রাজা-মোস্তাক, জাকির-তারিন, হাসান-জালাল এবং হান্নান-রনজু এই নামেই খেলেছিল দলগুলো।
শনিবার দুপুর আড়াইটায় মাস্টার্স কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয় কামাল বাজারের লিডিং ইউনিভার্সিটির মাঠে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজা-মোস্তাক একাদশ। টস হেরে ব্যাট করতে নেমে হান্নান-রনজু একাদশ নির্ধারিত ১০ ওভার শেষে দুই উইকেটে ৯৪ রান সংগ্রহ করে। হান্নান রনজু একাদশের তুষার করেন অপরাজিত ৩৪ রান। রাজা-মোস্তাক একাদশের নাচন নেন এক উইকেট।
৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজা-মোস্তাক একাদশ মাত্র সাত ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনালে আট উইকেটের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাজা-মোস্তাক একাদশ। রাজা মোস্তাক একাদশের ব্যাটসম্যান সুইট করেন অপরাজিত ৩৬ রানের অনবদ্য ইনিংসে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। সেরা বোলারের পুরস্কার জিতে নেন জুয়েল, সেরা ব্যাটসম্যান তুষার, সেরা ফিল্ডার কবীর।
দু’দিন ব্যাপি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি রাগীব আলী ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই টিপু।
এছাড়া পুরুষ্কার বিতরণী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন এই টুর্নামেন্ট কমিটির সভাপতি মুফতি জামাল আহমেদ চৌধুরী, সেক্রেটারি আলী ওয়াসিকুজ্জামান অনি, আহমেদ জুলকারনাইন ও আবু সুফিয়ান চৌধুরী মনি।
আরসি-১২