সিলেট মিরর ডেস্ক
মার্চ ২১, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন
কবি মোহাম্মদ শামছ উদ্দিনের ‘কাঁদো বাঙালি কাঁদো’ এবং ‘যেদিন সকল মুকুল গেল ঝরে’ নামে দুটি কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বাতিঘরে এ পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও কবি সাইয়িদ শাহীনের পরিচালনায় বই দুটির পাঠ-উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি শামীম রেজা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবি মোস্তাক আহমাদ দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সমকালের ব্যুরো চীফ চয়ন চৌধুরী, কবি মুহম্মদ ইমদাদ প্রমুখ।
পাঠ-উন্মোচন শেষে কবি শামীম রেজা বলেন, কাব্যগ্রন্থ দুটির প্রকাশকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কালে ‘কাঁদো বাঙালি কাঁদো’ কাব্যগ্রন্থের প্রকাশ অত্যন্ত অর্থবহ। কবিরাই একটি ভাষাকে বাঁচিয়ে রাখেন। প্রবাহমান রাখেন। নতুন নতুন শব্দ সৃষ্টি করেন। ভাষাকে সজীব রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জফির সেতু, অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, বাউল ও লোক গবেষক সুমনকুমার দাশ, কবি মামুন সুলতান, কবি জাহানারা জায়গীরদার, মুনিরা সিরাজ চৌধুরী, কবি আবু সালেহ আহমদ, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি রফিকুল আলম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, ইটাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবু নাসার মোহাম্মদ সুফিয়ান, প্রচার সম্পাদক মুহিব শামিম, সিলেট ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশরাফুল ওয়াদুদ ও প্রকাশনা সংস্থা চৈতন্যের স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরী প্রমুখ।
আরসি-১১