সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৬, ২০২১
০৮:০১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০৮:০২ অপরাহ্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার (১৭ মার্চ) ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।
বুধবার (১৭মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডির ৩২নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এদিন বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। আগামী ১৯ মার্চ সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
আরসি-১৬