প্রথম দিনের অনুষ্ঠান প্যারেড স্কয়ারে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৬, ২০২১
০৭:৫০ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৭:৫২ অপরাহ্ন



প্রথম দিনের অনুষ্ঠান প্যারেড স্কয়ারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন কাল। দিবসটি যথাযথ উদ্‌যাপনে নানা আয়োজন চলছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদ্‌যাপিত হবে।

বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭-২৬ মার্চ ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

বুধবার প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় প্যারেড স্কয়ারে। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহীম মু. সালেহ উপস্থিত থাকবেন।

আরসি-১৫