সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৫, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন
ভাসানচরে স্থানান্তর করা ১ হাজার ২০০ রোহিঙ্গা শরণার্থী পরিবারের জন্য তিন মাসের খাদ্য বিতরণ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সোমবার রেড ক্রিসেন্টের উদ্যোগে প্রথম ধাপের খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।
রেড ক্রিসেন্ট জানায়, প্রথম পর্যায়ে তিন মাসের জন্য প্রায় ১ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১ লাখ ৬৬ হাজার ৫০০ কেজি চাল, ১৬ হাজার ৬৫০ কেজি ডাল, ১৬ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল, ১০ হাজার ৩৫০ কেজি চিনি, ৬ হাজার ৩০০ কেজি লবণ, ৭ হাজার কেজি পেঁয়াজ, ১ হাজার ৪০০ কেজি রসুন, ৬০০ কেজি আদাসহ অন্যান্য গুঁড়া মসলা বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
সোসাইটি মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অসহায় ও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ায়। কক্সবাজারে অবস্থানরত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ভাসানচরে অবস্থানরতদের জন্যও একই ধরনের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।’
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান বলেন ‘ ২০১৭ সালে বাংলাদেশে আসা মিয়ানমারের জনগণের সেবায় সরকারের সাথে প্রথম থেকেই একযোগে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। ভাসানচরে বসবাসকারী মিয়ানমারের বাস্তচ্যুত নাগরিকদের মাঝে এই মানবিক সহায়তা কার্যক্রম তারই ধারাবাহিকতা। সোসাইটি সরকারের সাথে সম্মিলিতভাবে ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।’
রেড ক্রিসেন্ট জানায়, সোসাইটির পরিচালক এম এ হালিমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভাসানচর সরেজমিন পরিদর্শন, সহায়তা সম্ভাব্যতা যাচাই ও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নিতে তিনদিনের সফরে গত ১৩ মার্চ ভাসানচর যান।
আরসি-১০