করোনায় একদিনে ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২১
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
১০:৩৪ অপরাহ্ন



করোনায় একদিনে ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ১২জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৫ হাজার ১৭০ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ৫৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

বি এন-০৮