বিএনপি নেত্রী সেলিমা রহমান করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২১
০৯:৩০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০৯:৩০ পূর্বাহ্ন



বিএনপি নেত্রী সেলিমা রহমান করোনা আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার (১০ মার্চ) রাতে আপার (সেলিমা রহমান) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শায়রুল কবির জানান, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেলিমা রহমান। তার চিকিৎসা খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এএফ/০১