রাজধানীর কাঁঠালবাগানে অগ্নিকাণ্ড, এক ঘন্টায় নিয়ন্ত্রণে

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১২, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন



রাজধানীর কাঁঠালবাগানে অগ্নিকাণ্ড, এক ঘন্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর কাঁঠালবাগানের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১১ মার্চ)  রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মাহফুজ।

তিনি বলেন, রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় ছোট ছোট টিনশেডের কয়েকটি ঘর ও একটি গরুর খামারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন কেন লেগেছে তাও জানা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছে।

এর আগে রাত ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আরসি-০১