শঙ্কার মাঝেও যুক্তরাজ্য থেকে এলেন ১৪৭ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১১, ২০২১
০৭:৪৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন



শঙ্কার মাঝেও যুক্তরাজ্য থেকে এলেন ১৪৭ জন

যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন সিলেটে শনাক্তের খবর প্রকাশ হয়েছে বুধবারই। এ খবর প্রকাশের পর সিলেটের মানুষের মধ্যে শঙ্কা বিরাজ করছে। অনেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এরমধ্যে যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ১৪৭ জন জন প্রবাসী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) যুক্তরাজ্য থেকে প্রবাসীরা সিলেট এসে পৌছান। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এদের মধ্যে ১৪৪ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরের বিভিন্ন হোটেলে এবং ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, ‘আজ সিলেটে আসা ১৪৭ জনের মধ্যে ১৪৪ জনেক সরকারি নির্দেশনা মেনে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারণ তারা দুই ডোজ করোনা টিকা গ্রহণের ১৪ দিন পর দেশে ফিরেছেন।’

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠিতে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ টিকা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের সম্পন্ন করার পরবর্তী ১৪ দিন অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং কোভিড-১৯ পিসিআর নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের প্রয়োজন হবে না। এটি যুক্তরাজ্যসহ পৃথিবীর সব দেশ থেকে আসা যাত্রীর জন্য প্রযোজ্য হবে। তবে যাত্রীদের গৃহীত টিকা অবশ্যই ইমার্জেন্সি ভ্যালিডেশান ফ্রম ডব্লিউএইচও ফর কভিড-১৯ ভ্যাকসিন তালিকাভুক্ত হতে হবে।

যুক্তরাজ্যফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে মহানগর পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, আজ আসা ১৪৪ জনের মধ্যে হোটেল ব্রিটেনিয়াতে ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেইটে ২৫  জন, হোটেল  স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল  লা রোজ এ ১২ জন, হোটেল লা ভিস্তাতে ২১ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজ এ ১০ জন এবং রয়েল প্লামে ৬ জন রয়েছেন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হওয়ার পর ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরতদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে গত ১৩ জানুয়ারি থেকে ১৪ দিনের পরিবর্তে চার দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং গত ২৪ জানুয়ারি থেকে চারদিনের স্থলে সাতদিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়।

এনএইচ/আরসি-১০