সিলেট মিরর ডেস্ক
মার্চ ১১, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন
সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে এর আগে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবিও জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও, তালতলা মার্কেটের সামনে নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব এ দাবি জানান।
তিনি বলেন, ‘ বর্তমান ইসি তো আজ্ঞাবহ ক্রীতদাসের চেয়েও খারাপ। সরকারকে কিছু বলতে হয় না; তার আগে বলে দেয়- খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। ...এই ইসির অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই- অবিলম্বে এই ইসিকে পদত্যাগ করতে হবে। ইসি নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে।’
সমাবেশে সরকারের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান মির্জা ফখরুল। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকালে সীমান্ত হত্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদও জানান তিনি।
এছাড়া বিএনপি মহাসচিব প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, ‘লেখালেখি করার জন্য যখন প্রায় সাতশ’ লেখককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক থাকতে হয়, তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না?’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? গণতন্ত্র, ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজও লজ্জিত। কারণ আমরা নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই।’
তিনি বলেন, ‘আজকে তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা এই সাম্রাজ্যবাদী শক্তি মেনে নেব না। আমি কথা দিচ্ছি- এই আন্দোলন সংগ্রাম সফল করতে এই রক্ষীবাহিনীর পতন ঘটাতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য বুক পেতে দেবো। পেছনের দিক দিয়ে পালিয়ে যাবো না।’
আরসি-০৫