রন হক সিকদারের জামিনের মেয়াদ বাড়ল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২১
০১:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:০১ পূর্বাহ্ন



রন হক সিকদারের জামিনের মেয়াদ বাড়ল

এক্সিমব্যাংকের এমডিসহ দুইজনকে হত্যাচেষ্টা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হক সিকদার ওরফে রন হক সিকদারের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী বুধবার শুনানি শেষে ১১ এপ্রিল পর্যন্ত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার গত ১০ ফেব্রুয়ারি দুবাই একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার জানাজায় অংশ নিতে ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে রন হককে গ্রেপ্তার করা হয়। বিকেলে বাবার জানাজায় অংশ নিতে মানবিক দিক বিবেচনায় ১০ মার্চ পর্যন্ত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।

সেই ধারাবাহিকতায় তিনি বুধবার আদালতে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুরের মাধ্যমে হাজির হয়ে স্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। অন্যদিকে, রন হক সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন বাদীর আইনজীবী আব্দুল্লাহ আল শাহাদাত হোসেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করে রন হক সিকদারকে ১১এপ্রিল পর্যন্ত জামিনের আদেশ দেন।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানির এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গত বছর ১৯ মে গুলশান থানায় মামলা করেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম। এরপর নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।

বিএ-০১