করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

সংগৃহীত

করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (১০ মার্চ) বিকেল ৫ টায় রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সঙ্গে রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানমও করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন। গত ১৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনার টিকা নিয়েছেন।

আরসি-১৪