সিলেট মিরর ডেস্ক
মার্চ ১০, ২০২১
০৯:১১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২১
০৯:১১ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাবেদ (৩০), শওকত হোসেন (২৫), রাজ (৩০) ও সাঈদ (৩৫) ও শাহশাদী (২৫)। আহতরা কেউ ব্যবসায়ী, কেউ দোকানের কর্মচারী। আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত শওকত বলেন, স্থানীয় গোলামের নেতৃত্বে আরমান, রহমান, আব্দুস সাত্তার, রাজু, সুমন, মাউড়া রাসেল, আশরাফ আলী, নওশাদ, বাবু, তৌসিফসহ ২০ থেকে ২৫ জন আমাদের ওপর হামলা চালায়।
তিনি জানান, ওই এলাকায় তার গোশতের দোকান রয়েছে। গোলামসহ তাদের লোকজন বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালায়, দোকান ভাঙচুর করে ও কর্মচারীকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা ওই এলাকায় একটি ক্লাব ঘর বানিয়ে চাঁদাবাজি করে আসছে। শুধু তাই নয়, ওই এলাকায় তারা মাদক ব্যবসাও করে। প্রতিবাদ করতে গেলে তাদের হামলার শিকার হতে হয়।
আহত জাবেদ জানান, হামলাকারীরা মাদকের সঙ্গে জড়িত। বাধা দিলেই মারধর ও কুপিয়ে জখম করে। আমার দুটি দাঁত পড়ে গেছে। শওকত ভাইয়ের হাতে পিঠে কুপিয়ে জখম করেছে। তার হাতের রগ কেটে গেছে। তাকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহশাদী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শুনেছি। আহত চারজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, একটা ঘটনা শুনেছি। আহতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
আরসি-০২