নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২১
০৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২১
০৪:৫৬ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট নগরের সব মার্কেটে আলোকসজ্জা করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামী ১৫ থেকে ২৭ মার্চ টানা ১২ দিন আলোকসজ্জা থাকবে। মঙ্গলবার (৯ মার্চ) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, চলতি বছর আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হতে চলেছে। যা সমগ্র বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এছাড়াও আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আসন্ন।
এ উপলক্ষে তিনি সিলেটের সব মার্কেট ও মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আলোকসজ্জা করার আহবান জানান।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, পরিচালক মো. আব্দুর রহমান জামিল, মো. আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, প্রথম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহŸায়ক আব্দুল হাদী পাবেল, ব্যবসায়ী নেতা মো. আতিকুর রহমান, শামছুল আলম, আব্দুল মুনিম মল্লিক, মো. আলা মিয়া, সালাউদ্দিন বাবলু, সাহেদ আহমদ, আমান উদ্দিন আহমদ, মো. সিরাজ উদ্দিন, মো. জাকারিয়া ইমরুল, মো. লিয়াকত আলী মিটু, মো. নাহিদুর রহমান, নিতাই পাল, সাজুওয়ান আহমদ, তাহমিদুল হাসান জাবেদ প্রমুখ।
বিএ-১৫