করোনায় একদিনে আরও ১১ মৃত্যু, শনাক্ত ৬০৬ জন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৭, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন



করোনায় একদিনে আরও ১১ মৃত্যু, শনাক্ত ৬০৬ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৬০৬ জন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৩ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বি এন-১০