সালাউদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৪, ২০২১
০৮:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২১
০৮:৩৮ পূর্বাহ্ন



সালাউদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও হোটেল স্টার প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ আর নেই।

বুধবার সকাল ৭ টায় নিজ বাসায় তিনি ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সালাহ উদ্দিন আলী আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার আসরের নামাজের পর শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই ব্যবসায়ীর মৃত্যুতে সিলেটের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহল থেকে পাঠানো পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান তারা।  

শোকবার্তায় তারা বলেন, ‘সালাহ উদ্দিন আলী আহমদ শুধু সিলেটেরই নন, দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী ছিলেন। ধৈর্য, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। দীর্ঘদিন সিলেট চেম্বারের সঙ্গে যুক্ত থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে ব্যবসা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমির হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমির আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমির লোকমান আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান, সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম আহমদ, পাঠাগার সম্পাদক মো. সাইফুর রহমান, কর বারের নির্বাচন কমিশনার আতিকুল হক সাবু, অ্যাডভোকেট চৌধুরী আজাদুর রহমান আজাদ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. মকন মিয়া, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কলন্দর আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু প্রমুখ।

আরসি-০৫