সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২১
১১:৫১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
১১:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি, তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। সমালোচনা যারা করার তারা করবেন। যারা সমালোচনা করছেন, তারা বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। কারও মৃত্যু কাম্য নয়। তবে সেটাকে কেন্দ্র করে দেশে অশান্তি সৃষ্টি করা সেটাও সঠিক নয়। কেউ অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে?
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি এই কথা বলেন।
উল্লেখ্য, কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে র্যাবের করা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট শিশু থেকে শুরু করে কেউ যেন বিপথে যেতে না পারে। এমন কোনো কাজ না করা যা দেশের ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতি হয়। এই বিষয়ে আজকের দিনে এর বেশি কিছু বলতে চাই না।
আরসি-১৬