পি কে হালদার ও সহযোগীদের জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৪:২৪ পূর্বাহ্ন



পি কে হালদার ও সহযোগীদের জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি, অর্থপাচার মামলায় পলাতক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তার সহযোগীদের প্রায় ৫৯ একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি মাহমুদ হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামি পি কে হালদার ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ৫৯ একর সম্পদ ক্রোক করার আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত ৭০ একর সম্পদ ক্রোকের আদেশ দেন।

কানাডায় অবস্থানকারী পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকা, ফাস্ট ফাইন্যান্স থেকে দুই হাজার ২০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে তিন হাজার কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে পাওয়া গেছে।

গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিএ-২৪