সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন
সিলেট নগরে ১৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থান ও উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার তিনি নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব প্রকল্প উদ্বোধন করেন।
উন্নয়ন কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র বলেন, ‘নগরের প্রধান প্রধান সড়ক প্রসস্তকরণের পাশাপশি পাড়া-মহল্লার সড়ক, বাইলেনও বর্ধিতকরণ, আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ, ড্রেন ও ফুটপাতের উন্নয়নে কাজ চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে চলমান এসব উন্নয়ন কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে সিসিকের।’ কার্যক্রম বাস্তবায়নে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
উদ্বোধন ও ভিত্তি প্রস্তর হওয়া প্রকল্প সমূহের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ১৯ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া থেকে রায়নগর সড়ক, মুক্তারখা-কিরমানী সড়ক, দর্জিবন্দ থেকে দপ্তরিপাড়া সড়কসহ এলাকার প্রধান সড়কগুলো এসফল্ট দিয়ে উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণ।
উদ্বোধনকারে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরসি-০২