হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২২, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন



হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান জাবি শিক্ষার্থীদের

তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলে তা প্রত্যাখ্যান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে আবাসিক হলে জোরপূর্বক ঢুকে অবস্থান নিয়েছে। সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত উপেক্ষা করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এছাড়া প্রশাসনের এই বিজ্ঞপ্তির জেরে পাল্টা কর্মসূচির চিন্তা করছেন তারা।

অন্যদিকে আজ বেলা ১২টার মধ্যে ছাত্রীদের হল না খুললে তালা ভেঙে প্রবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা।

পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন। পরদিন শনিবার দুপুরে হলের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিএ-০৪