খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২১
০৮:০৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
০৮:০৩ পূর্বাহ্ন
কয়েকদিন ধরেই উত্তাল ফুটবল পাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচে রেফারির দেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভেঙে যায় বাফুফের রেফারিজ কমিটিও।
ওই সিদ্ধান্ত পর্যবেক্ষণের জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পাঠিয়েছিল বাফুফে। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি ফিফা।
শুক্রবার সন্ধ্যায় পাঠানো ইমেইলে তারা লিখেছে, ‘নীতিগতভাবে রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে পারে না ফিফা।’
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচের ৮৮তম মিনিটে দারুণ এক গোল করেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। তার বিরুদ্ধে ফাউলের অভিযোগ এনে সেই গোল বাতিল করে দেন রেফারি জালাল উদ্দিন। অথচ ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে তপু বর্মণকে কোন ফাউলই করেননি জোবে।
জামালের ফরোয়ার্ড পরিষ্কারভাবে পেছনে ফেলেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণকে। আগুয়ান গোলরক্ষকের পাশ কাটিয়ে বল জালে পাঠান। জামালের ডাগ আউট যখন গোলের আনন্দে মাতছে এর কিছুক্ষণ আগেই রেফারি জালালউদ্দিন ফাউলের বাঁশি বাজান। রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তে শেখ জামাল নিশ্চিত জয় বঞ্চিত হয়।
আরসি-১১