সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৮:৫২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৮:৫২ অপরাহ্ন
ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোটভাই অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ৫৮ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজীব কাপুর হার্ট অ্যাটাক করলে ইনল্যাকস হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে রণধীর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ছোট ভাইকে হারালাম। ও আর নেই। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারল না। আমি হাসপাতালেই আছি। মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছি।’
১৯৮৩ সালে রাজীব মেহরা পরিচালিত ‘এক জান হ্যা হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন রাজীব কাপুর। ‘রাম তেরি গঙ্গা মেইলি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ‘আসমান’, ‘লাভার বয়’ এবং ‘জবরদস্ত’ সিনেমায় কাজ করে।
১৯৯০ সালে ‘জিম্মেদার’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল রাজীব কাপুরকে।
বিএ-০৭