দীর্ঘদিন পর অপু বিশ্বাস

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৫:২০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৫:২০ পূর্বাহ্ন



দীর্ঘদিন পর অপু বিশ্বাস

আসছে স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হয়েছে ‘প্রিয় কমলা’। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ চলচ্চিত্রে নামভ‚মিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাজ করছেন সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দার দর্শকদের সামনে আসছেন এ ড্যাশিং অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, গত ডিসেম্বরে বিজয় দিবসে ‘প্রিয় কমলা’ মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু সম্ভব হয়নি। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তির প্রস্তুতি চলছে। এবার হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর রুপালি পর্দায় দর্শকদের সামনে ফিরছি। যেহেতু ‘প্রিয় কমলা’ গল্পনির্ভর একটি চলচ্চিত্র, তাই গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য কমলার অভিনয়ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। গল্পটাকে যতটা দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তোলা যায়, আমি সেই চেষ্টাই করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এমন চরিত্রে অভিনয়ের সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালক শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের প্রতি। তিনি এই সুযোগ না করে দিলে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে আমার কাজ করা হয়ে উঠত না। কমলা চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’ নিয়ে অপু বলেন, বন্ধন বিশ্বাসের পরিচালিত সরকারি অনুদানের এ চলচ্চিত্রে অভিনয় করছি। অর্ধেকেরও বেশি অংশের শুটিং শেষ হয়েছে। এ চলচ্চিত্রে আমি চা বাগানের একজন শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। 

অভিনয়ের পাশাপাশি স্টেজ শো করা হয় জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশেও তারকারা স্টেজ শো করেন। পর্দায় কাজ করা শিল্পীরা স্টেজ শোতে অন্যরকম আনন্দ পান। সরাসরি দর্শকের সঙ্গে শিল্পীর আদান-প্রদান হয়। পারফরমেন্সের প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আমার ভালো লাগে স্টেজ শো করতে। তবে করোনার কারণে বাইরের স্টেজ শো হচ্ছে না। করপোরেট ধরনের স্টেজ শো হচ্ছে। 

বিএ-১৬