সিলেটসহ দেশের ১১৩ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৮:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৮:১৯ অপরাহ্ন



সিলেটসহ দেশের ১১৩ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি

কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১১৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিলেটের ৪ জন রয়েছেন।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক আদেশে একযোগে ১১৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদ-বদল করা হয়েছে।

বদলির আদেশে তাদের আগামী ১৫ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি একযোগে ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদ-বদল করা হয়েছিল।

আরসি-০৯