মাধবপুরে ট্রাকচাপায় একজন আহত

মাধবপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:২৪ পূর্বাহ্ন



মাধবপুরে ট্রাকচাপায় একজন আহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় তমিজ মিয়া (৩০) নামের এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত প্রাইভেটকারচালকের পরিচয় এখনও জানা যায়নি।

জানা যায়, সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করেছিল একইদিকে যাওয়া প্রাইভেটকারটি। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সামনে চলে আসে। বাস ও ট্রাকের মাঝখানে পড়ে প্রাইভেটকারটি ট্রাকের নিচে ঢুকে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পাল জানান, প্রাইভেটকারচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএম/আরআর-১০