অভ্যুত্থানের কারণ জানিয়ে চিঠি দিয়েছে মিয়ানমার সেনা সরকার

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন



অভ্যুত্থানের কারণ জানিয়ে চিঠি দিয়েছে মিয়ানমার সেনা সরকার
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

মিয়ামনারে নতুন সামরিক সরকার ক্ষমতা দখলের কারণ জানিয়ে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা একটি চিঠি দিয়েছে আমাদের রাষ্ট্রদূতকে এবং সেখানে তারা বলেছে কী কারণে তারা টেকওভারটা করেছে। এরপরে আমরা আর কোনো তথ্য পাইনি।’

ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিব শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী।

চিঠির বিষয়বস্তু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা বলছে যে, ১০ দশমিক ৪ মিলিয়ন ভুয়া ভোট হয়েছে, ভুয়া ভোটের কারণে তাদের দায়দায়িত্ব আছে এটাকে শোধরানোর।’

এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, রাখাইনে নতুন মিলিটারি কমান্ডাররা রাখাইনে যেসব রোহিঙ্গা আছে, তাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং ওদের মুরুব্বিদের সাথে আলাপ করেছেন।’ রোহিঙ্গারা সে সময় তাদের অভিযোগের কথা জানিয়ে বলেছে-তারা চলাফেরা করতে পারে না। তখন নতুন সরকার বলছে যে, আমরা আস্তে আস্তে তোমাদের অবস্থার পরিবর্তন করব। ধাপে ধাপে তোমাদের অবস্থার পরিবর্তন হবে।’

এসব খবরে কক্সবাজারে ক্যাম্পের রোহিঙ্গারা ‘খুব খুশি’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই জন্য যে, আর্মি তাদের অভয় দিয়েছে। এগুলো ভালো সংবাদ। নতুন শুরু।’ তবে রাখাইনের ক্যাম্পে সেনাবাহিনী যাওয়ার খবর এখনও সরকারিভাবে আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

এএফ/০