সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৮:৩৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৮:৩৬ পূর্বাহ্ন
‘প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করা এই নেতার আদর্শ অমলিন। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
সুরঞ্জিত সেনগুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন। সিলেটের দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘জীবদ্দশায় আমাদের আরও একটি আন্দোলন প্রয়োজন। অনেক জায়গায় জাতীয় নেতাদের নামে প্রতিষ্ঠান আছে। কিন্তু দুঃখের বিষয় সিলেট অঞ্চলের জাতীয় নেতাদের নামে কোনো প্রতিষ্ঠান নেই, এই দৈন্যতা থেকে আমাদের বের হতে হবে।’
স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষণজন্মা রাজনীতিবিদ ছিলেন। আজন্ম মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের সুমহান চেতনায় উজ্জীবিত হয়ে জনসেবা করে গেছেন তিনি।’
বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন।
দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইমরুল হাসান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত শাহীদের সঞ্চালনায় বক্তব্য দেন, সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাংবাদিক আল-আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নাজমুল হাসান, সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি এনামুল হক লিলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিলেট জেলা গনতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দিরাই ছাত্রকল্যাণের উপদেষ্টা সৈয়দ আহমদ দুলাল, মোশাররফ হুসেন, নূর হুসেন চৌধুরী, রুবায়েল আহমদ শাকিল, সুব্রত হাজরা, জাবেদ আহমদ, সাদ্দাম হুসেন, জন কান্তি দাস প্রমুখ।
আরসি-০৩