রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে রাত আড়াইটায়

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৮:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন



রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে রাত আড়াইটায়

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বন্ধ হওয়া সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে রাত আড়াইটার দিকে। 

মাইজগাঁও স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেষ একটি বগি উদ্ধার করা বাকি ছিল। সেটাও উদ্ধার হয়ে গেছে। আশা করি রাত আড়াইটা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে। সিলেট থেকে ছেড়ে যাবে ঢাকাগামী উপবন ট্রেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ১২ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেনের ৭ টি বগি লাইনচ্যুত হয়। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরসি-০২