সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডেটা সেন্টার স্থানান্তর করার কারণে পাঁচদিন ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি হতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলেও সার্কুলারে বলা হয়।
বিএ-১৬