শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল-নগদ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৫, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল-নগদ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও নগদ টাকাসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ।

জানাযায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে এসআই কাউছার আহমেদ তোরণ, এসআই এম জসিম উদ্দিন, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে অভিযান চালায়। এ সময় সুরাবই গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে কুখ্যাত ছিনতাইকারী মো. নাঈম মিয়া (২৫) কে গ্রেপ্তার করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত পালসার মোটর সাইকেল (হবিগঞ্জ ল ১১-১৪২৮)  ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ সুত্রে জানাযায়, গত ২৫ জানুয়ারি শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন অফিস সংলগ্ন রাস্তা থেকে মোছা. শাহীনুর আক্তারকে গতিরোধ করে ৭১ হাজার টাকা ও মোবাইল ফোন  ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে শাহীনুর আক্তার বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত ছিনতাইকারী নাইমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসডি/বিএ-১২