সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০৯:৪৪ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিম খালেদের পরিবারের সদস্যরা।
করোনা ধরা পড়ার পর ইব্রাহিম খালেদকে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। গতকাল সোমবার রাতে তাকে কেবিনে দেওয়া হয়। তবে আজ মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদের স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা ভালো না। রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। করোনা পজিটিভ। ৮০ শতাংশ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
বি এন-৩