সিলেট মিরর ডেস্ক
                        ফেব্রুয়ারি ০২, ২০২১
                        
                        ০৬:৫৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
                        
                        ০৬:৫৭ অপরাহ্ন
                             	
                        
            
    অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত নিও-ওয়েস্টার্ন ধাঁচের ছবি ‘দোজ হু উইশ মি ডেড’ মুক্তি পেতে যাচ্ছে ১৪ মে। এক ঘোষণায় এ খবর জানিয়েছে ওয়ার্নার ব্রস।
ভ্যারাইটি জানায়, ২০২১ সালে এ স্টুডিও’র ছবিগুলো থিয়েটারের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে একই দিন মুক্তি পাবে। জোলির ছবিটির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছেন না।
মাইকেল কোরিটার ২০১৪ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। মনটানার বন্য পরিবেশে দাবানলের মাঝে এক নারীর লড়াইয়ের গল্প এটি। হত্যার প্রত্যক্ষদর্শী হওয়ায় এক কিশোরীর পিছু নেয় ভয়ংকর দুই খুনি। তাকে সাহায্য করতে আসে এক নারী। একপর্যায়ে তারা ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়।
ছবিটি পরিচালনা করেছেন টেইলর শেরিডন। চিত্রনাট্যও তার। এর আগে তিনি একই লেখকের গল্প থেকে নির্মাণ করেছেন ‘হেল অর হাই ওয়াটার’। ছবিটি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ২০১৬ সালে অস্কার মনোনয়ন পায়।
‘দোজ হু উইশ মি ডেড’-এ আরও অভিনয় করেছেন নিকোলাস হল্ট, টাইলর পেরি, ফিন লিটলসহ অনেকে।
২০১৯ সালের মে মাসে সিনেমাটির ঘোষণা আসে। এর দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে।
গত বছর অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা গেছে শিশুতোষ ছবি ‘হোম অ্যাওয়ে’তে। কণ্ঠ দিয়েছেন ডিজনির ‘দ্য ওয়ান অ্যান্ড ওনলি আইভান’-এ। আর মুক্তি প্রতীক্ষিত অন্য ছবির মধ্যে রয়েছে মার্ভেল সুপারহিরো নির্ভর ‘ইটারনালস’। এ ছাড়া শিগগিরই পরিচালনায় ফিরছেন অভিনেত্রী।
বিএ-০৬