শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে অগ্রদূত নামের একটি বাসের ভেতরে পুলিশ তল্লাশি চালালে দুইজনের কাছে আড়াই কেজি গাঁজা পাওয়া যায় এবং তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাহুবলের ভেড়াখাল গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. রুহুল আমিন (৩২) ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুস ছত্তার (৫৪)।
শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. মফিজুল হক ও মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
এসডি/আরআর-০৮