যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ২০৭ জন

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০২, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন



যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন আরও ২০৭ জন

যুক্তরাজ্যে করোনার নতুন ধরণের সংক্রমণের মধ্যে সেখান থেকে আরও ২৪৩ জন যাত্রী দেশে এসেছেন। এদের মধ্যে ২০৭ জন সিলেটের। সিলেটে আসা যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। 

ওসমানী আন্তজার্তিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০২ ফ্লাইটে ২৪৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২০৭ জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বাকি ৩৬ জনকে নিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে আসা যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরের বিভিন্ন হোটেলে নেওয়া হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘সোমবার যুক্তরাজ্য থেকে আসা সিলেটের ২০৭ যাত্রীকে প্রশাসনের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ৩৬ জনকে নিয়ে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে ফ্লাইট।

আজ আসা প্রবাসীদের মধ্যে পুলিশ লাইনস্থ হোটেল লা-রোজে ৫৬ জনকে, দরগা গেইটস্থ হোটেল নূরজাহানে ৩৯ জনকে, আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়াতে ৩৬ জনকে, হোটেল লা ভিস্তাতে ৩৬ জনকে, দরগাগেইটস্থ হোটেল হলিগেইটে ১৬ জনকে, ধোপাদিঘিরপাড়স্থ হোটেল অনুরাগে ১০ জনকে, জনকে, দরগা গেইট হোটেল স্টার প্যাসিফিকে ৬ জনকে, হোটেল হলি সাইডে ৫ জনকে এবং হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জনকে রাখা হয়েছে। 

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে প্রবাসীদের কোয়ারেন্টিনে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হওয়ার পর ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরতদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে গত ১৩ জানুয়ারি থেকে ১৪ দিনের পরিবর্তে চার দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং গত ২৪ জানুয়ারি থেকে চারদিনের স্থলে সাতদিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। 

এ বছর যুক্তরাজ্য থেকে সিলেটে এ পর্যন্ত বিমানের ৯টি ফ্লাইট হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এসব ফ্লাইটে ১ হাজার ৮৪ জন যাত্রী দেশে এসেছেন। এর মধ্যে সিলেটে আসা যাত্রীদের মধ্যে গত ৪ জানুয়ারি ৪২ জন, ৭ জানুয়ারি ২৮ জন, ১১ জানুয়ারি ৪৩ জন, ১৪ জানুয়ারি ৩২ জন, ১৮ জানুয়ারি ৯৯ জন, ২১ জানুয়ারি ১৫৭ জন, ২৫ জানুয়ারি ১৭৯ জন, ২৮ জানুয়ারি ১৫০ জন এবং আজ ১ ফেব্রুয়ারি ২০৭ জন যাত্রী সিলেট আসেন।

 

এনএইচ/বিএ-০৯