অটো পাস নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ৩০, ২০২১
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৮:০৫ অপরাহ্ন



অটো পাস নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর


এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে বাটন চেপে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জাতির পিতার জন্ম শতবার্ষিকীর সব অনুষ্ঠান আমরা বন্ধ করে দেই। আমরা যতটুকু সম্ভব অনুষ্ঠান ভার্চুয়ালি করি। অনুষ্ঠানে আমাদের অনেক বিদেশি অতিথি আসার কথা ছিল তাও আমরা বন্ধ করে দেই।

প্রধানমন্ত্রী বলেন, তখন থেকেই আমরা সাধারণ ছুটি ঘোষণা করে স্কুল-কলেজ সবকিছু বন্ধ করে দেই। এটা সবার দাবি ছিল। কেননা করোনা ভাইরাসের মহামারি তখন সারা বিশ্বকে স্থবির করে দিয়েছিল। ‌অবস্থার কিছু উন্নতি হলে আমরা ভেবেছিলাম ছেলে-মেয়েদের পরীক্ষা নেব। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। সংক্রমণ বেড়েই চলছিল। শিক্ষার্থীদের পড়াশোনা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেই আমরা অস্বাভাবিক এ পরিস্থিতিতে ফল ঘোষণা করলাম। বাংলাদেশ নয় এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে ফল ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে ফল তৈরি করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, সংসদ টিভি ও অনলাইন মাধ্যমে শ্রেণি পাঠ করানো হচ্ছে। তবে আমরা ফেব্রুয়ারি মাস নজরে রাখব। পরিস্থিতি স্বাভাবিক হলে মার্চ-এপ্রিলে আংশিকভাবে স্কুল খুলে দেওয়া হবে।

আরসি-০৫