গোলাপগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ শুরু

ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ৩০, ২০২১
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩০, ২০২১
০৭:৫১ অপরাহ্ন



গোলাপগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ শুরু

সি‌লে‌টের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে ।

আজ শনিবার (৩০ জানুয়ারি)  সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটারারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনের নিরাপত্তায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। থাকছেন প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্টেট দায়িত্ব পালন করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভায়  মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। 

 

এএফ/০১