সিলেট মিরর ডেস্ক
                        জানুয়ারি ২১, ২০২১
                        
                        ০২:১২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ২১, ২০২১
                        
                        ০২:১২ পূর্বাহ্ন
                             	
                        
            
    যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিনে দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের হাজির হওয়ার ঘটনা নতুন নয়। করোনা মহামারি সত্ত্বেও এ বছর এর ব্যতিক্রম হবে না।
আর কয়েক ঘণ্টা পরেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। একই সময়ে অভিষেক ঘটছে নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।
বিবিসি জানায়, বাইডেনের সক্রিয় সমর্থক লেডি গাগা উপস্থিত থাকবেন এবারের অভিষেকে। তিনি জাতীয় সঙ্গীত গাইবেন। পরে মঞ্চে গান গাইবেন জেনিফার লোপেজ।
বাইডেনের শপথ গ্রহণের পর অভিনেতা টম হ্যাংকসের উপস্থাপনায় ৯০ মিনিটের একটি টেলিভিশন শো হবে। করোনার কারণে সরাসরি অনুষ্ঠানের বদলে টিভি শো হচ্ছে এবার।
সেই অনুষ্ঠানে যোগ দেবেন জন বন জোভি, ডেমি লোভ্যাটো এবং জাসটিন টিম্বারলেক। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবগুলো গুরুত্বপূর্ণ টিভি নেটওয়ার্ক এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সম্প্রচারিত হবে।
শুধু রক্ষণশীল নেটওয়ার্ক ফক্স চ্যানেলে এই অনুষ্ঠান প্রচার করবে না। নির্বাচনী প্রচারণার সময় চ্যানেলটি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল।
বিএ-০৬